নিজস্ব প্রতিবেদকঃ ৫ অক্টোবর, শনিবার বিকাল ৪টায় রাজধানী ঢাকার পুরানা পল্টনস্থ নওয়াব আলী টাওয়ারে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব ফরিদ উদ্দিন আহম্মেদ ও বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আাবুল কাশেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর সভাপতি এম এ ভাসানী, আলোর দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সাপ্তাহিক ঝুমুর এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদ আলম, বাংলাদেশ কবি পরিষদের সভাপতি মো. সাহিদুল ইসলাম ও মোঃ মোসলেম আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির বরিশাল বিভাগীয় পরিচালক এ্যাড. সরদার মোঃ শাহ আলম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ এম. এ মুয়িদ মুত্তাকীন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply