শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭টি বেসরকারি ব্যাংকসহ মোট ৯টি বাণিজ্যিক ব্যাংক চলতি হিসাবে ঘাটতিতে রয়েছে। এই ৯ ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ১৮ হাজার কোটি টাকা।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।
ব্যাংকগুলোর মধ্যে পদ্মা ব্যাংক ও কমার্স ব্যাংক ছাড়া বাকিগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত।
ব্যাংকগুলোর মধ্যে ৫টি ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এই ব্যাংকগুলো অন্যান্য সবল ব্যাংক থেকে অর্থ সহায়তা নিতে পারবে। যেখানে গ্যারান্টার থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
এছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি করেনি। এদিকে পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোন আবেদনই করেনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply