নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী।
(১১ আগস্ট) রবিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুযোগ তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী।
তিনি আরো বলেন, উপদেষ্টা পরিষদের কাছে আমাদের প্রত্যাশা দেশ সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠ ধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। তিনি বলেন, বর্তমানে ছাত্র-জনতার সামাজিক ও নিরাপত্তামূলক কর্মকান্ডে তারা প্রশংসায় ভাসছেন। জন পার্টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে সমাজের বিভিন্ন অসংগতি দূর করতে নানারকম ইতিবাচক কর্মসূচি পালন করছে। তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, নাগরিক অধিকার গঠনসহ এদেশের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাড়িয়ে কাজ করছে জন পার্টি। আগামী দিনেও তারুণ্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পাশে থাকবে জন পার্টি। আগামী গণতান্ত্রিক নির্বাচনে দেশে যে সংস্কার চলমান তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ছাত্র-জনতার পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে জন পার্টি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply