চলতি বছরের প্রথম ছবি হিসেবে ৫০০ কোটি রুপি আয় পার করে বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এ বছর ২৭ জুন সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। চলতি আগস্টেই ছবিটি ওটিটিতে মুক্তি পাবে। তার আগে নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ‘কল্কি’ আয়ের দিক থেকে গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত আলোচিত ছবি ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়েছে।
ভারতের প্রেক্ষাগৃহ থেকে ৪০ দিনে ‘কল্কি’ আয় করেছে ৭৬০ কোটি রুপি। অন্যদিকে অ্যাটলির ‘জওয়ান’-এর আয় ছিল ৭৫০ কোটি রুপির কিছু বেশি।
ছবিটি যে বক্স অফিসে ঝড় তুলবে, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ২৭ জুন মুক্তির পর ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করে তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে।
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে অভিনয় করেছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি।
ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন, বিজয় দেবরাকোন্ডা, এস এস রাজামৌলি, রাম গোপাল ভার্মাকে অতিথি চরিত্রে দেখা গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply