বগুড়ায় কোটা সংস্কারে আন্দোলনে সংবাদ সংগ্রহকালে সময় টিভির প্রতিবেদক আব্দুল আউয়াল ও যমুনা টিভির ব্যুরো প্রধান মেহেরুল সুজনসহ হামলার শিকার হয়েছেন ৭ সাংবাদিক।
মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর শহরের সাতমাথা ও বনানীতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের সময় এ হামলার ঘটনাগুলো ঘটে। এছাড়া আব্দুল মোমেন নামে এক চিত্র সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহত আরও পাঁচ সংবাদকর্মী হলেন: দৈনিক বাংলাদেশ সময়ের নিজস্ব প্রতিবেদক সজল শেখ, দৈনিক করতোয়ার চিত্র সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, দৈনিক ইত্তেফাকের চিত্র সাংবাদিক বিমু রহমান, গাজী টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট এনামুল হক ও যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট আব্দুল মোমিন।
সাংবাদিক আহতের বিষয়ে নিশ্চিত করেছেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ।
তিনি বলেন, আহত সব সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকরা হামলার শিকার হয় তাহলে এর চেয়ে ন্যক্কারজনক কোনো ঘটনা হতে পারে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply