হজের উদ্দেশে যাত্রা করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল।
এ তথ্য নিশ্চিত করেছেন নায়ক নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুকে এ প্রসঙ্গে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন তিনি।
সোমবার (১০ জুন) পোস্ট করা ১ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, হজের পোশাক পরে আছেন অনন্ত।
ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘আমি হজে যাচ্ছি। এর আগে ৮/৯ বার ওমরাহ করলেও হজে যাওয়া হয়নি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’
এবারের কোরবানির ঈদে অনন্ত অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে সামনে দুটি বিগ বাজেটের সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন তিনি।
একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। যার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।
অন্যটি জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’। এ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে অনন্তকে। তাই হজ থেকে ফিরেই আবারও শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেতা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply