রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের ফান্ড ব্যবহার হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের ফান্ড আছে, কিন্তু এটির যথাযথ ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।

সোমবার (২০ মে) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘স্মার্ট ফিন্যান্সিং ফর স্মার্ট বাংলাদেশ: পসিবল সল্যুশন ফর মেইনস্ট্রিম দ্য মারজিনাল এন্টারপ্রেনারস’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

নুরুন নাহার বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট ফান্ড আছে, কিন্তু এটির যথাযথ ব্যবহার হচ্ছে না। আপনারা বাংলাদেশ ব্যাংকের ফান্ড ব্যবহার করেন। যদি প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংক আরও ফান্ড বাড়াবে। ব্যবহার বাড়লে আমরা দ্বিগুণ, তিন গুণ, যত গুণ প্রয়োজন ফান্ড বাড়াব।’

এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ওপর জোর দিয়ে নুরুন নাহার বলেন, ‘আমাদের এসডিজি অর্জন করতে হবে। কেউ পেছনে পড়ে থাকবে না। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য যে ৪টি পিলার (স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট) রয়েছে তার লক্ষ্য অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘শুরুতে আমরা এসএমই নিয়ে কাজ করেছি। পরে এমএসএমই নিয়ে কাজ করেছি। এখন আমরা সিএমএসএমই নিয়ে কাজ করছি। দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু সরকারের একার পক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ২০৪১ সালের লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

ওয়াসিকা আয়শা খান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির জন্য এসএমই-এর গুরুত্ব অপরিসীম। নারী উন্নয়ন, সামাজিক উন্নয়ন, ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে আমরা কাজ করছি। এসএমই খাতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এখানে উপস্থিত আছেন এমন অনেক উদ্যোক্তা থেকে আমি অনলাইনে প্রোডাক্ট কিনে থাকি। আমিও কিন্তু একজন ক্রেতা।’

তিনি বলেন, ‘যারা কখনো মোবাইল ফোন ব্যবহার করেননি, তারা এখন মোবাইলে টাকা-পয়সার লেনদেন করছেন, যা অকল্পনীয়। আগে মানুষ হিসাব রাখতে পারতেন না, এখন মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ব্যবসার লেনদেনের হিসাব রাখছেন।’

ওয়াসিকা আয়শা খান বলেন, নগরকেন্দ্রিক উন্নয়নে আবদ্ধ না থেকে প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি ও তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনকে কাজ করতে হবে। উদ্যোক্তারা যদি আরেকটু তৎপর হোন তাহলে ফান্ডিংয়ের অনেক ব্যবস্থা আছে। তাদের প্ল্যানিং করতে হবে। তাহলে তারা সেসব সুবিধা নিতে পারবেন। ইউটিউবেই অসংখ্য উদ্যোক্তারা তাদের সফলতার গল্প বলেন। ডিজিটাল বাংলাদেশের ম্যাক্সিমাম বেনিফিটটা যদি নেয়া যায়, তাহলে উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সুলেখা রানী বসু।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন এসপায়ার টু ইনোভেটের (এটুআই) যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোল্লা মিজানুর রহমান, সিটি ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS