সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষা মান উন্নয়ন সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর, টেলিটকের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত আবাদি জমি থেকে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটায় ম্যাজিস্ট্রেটের অভিযান ফকিরহাটে শতাধিক শীতার্ত নারী কৃষি ও মৎস্য শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ জাতীয় নির্বাচনে সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৩০ ডিসেম্বর গেজেটে প্রকাশিত রুলসের আলোচনায় প্রেস ব্রিফিং ১৪ জানুয়ারি গফরগাঁও পৌরভবনের তোরণ ও বাউন্ডারি ওয়াল নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

সাওলের ৪০০তম ফ্রি সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৫১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ হৃদরোগ চিকিৎসায় প্রচলিত অপারেশন ও বাইপাস সার্জারির বিকল্প হিসেবে সাওল হার্ট সেন্টার (বিডি) লি. বিনা রিং, বিনা অপারেশনে চিকিৎসা দিচ্ছে ১৫ বছর যাবত। আধুনিক মেশিন, মেডিসিন ও লাইফস্টাইলের মাধ্যমে সাওলের নতুন ধারার হৃদরোগ চিকিৎসাপদ্ধতি আজ দেশব্যাপী বহুল প্রচলিত ও স্বাস্থ্য-সামাজিক আন্দোলনে রূপলাভ করেছে। বিশ্বের চিকিৎসা জগতে নতুন দিগন্ত উন্মোচনকারী- বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ১৩২টি শাখা সমন্বিত আন্তর্জাতিক চেইন হার্ট কেয়ার সেন্টার-এর বাংলাদেশ শাখা ‘সাওল হার্ট সেন্টার (বিডি) লি.’ জনস্বাস্থ্য আন্দোলনের অংশ হিসেবে চিকিৎসাসেবা প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিত জাতীয়, আঞ্চলিক ও সাপ্তাহিক সেমিনার আয়োজন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ, সকাল ১১টায়, ২৬ ইস্কাটন গার্ডেন রোডে, সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তন’-এ উপচেপড়া মানুষের অংশগ্রহণে ৪০০তম ‘সাপ্তাহিক ফ্রি সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

সাওল সফলভাবে এ পর্যন্ত ১৮টি জাতীয়, ৭৬টি আঞ্চলিক ও ৪০০টি সাপ্তাহিক সেমিনার অনুষ্ঠিত করেছে। সমাজের নানা শ্রেণি পেশার মানুষ সেমিনারগুলোয় অংশগ্রহণ করে বিশেষ উপকৃত হয়েছেন।

৪০০তম ‘সাপ্তাহিক ফ্রি সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনারে বক্তব্য রাখেন- সাবেক সাংসদ নুরুল ইসলাম মনি, সাবেক স্বাস্থ্য সচিব ও লেখক হোসেন আব্দুল মান্নান, সাবেক অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ইউনিটের ন্যাশনাল কন্সালটেন্ট আব্দুল হাকিম মজুমদার, প্রথিতযশা জনস্বাস্থ্য বিশারদ ড. আবু জামিল ফয়সাল, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসানুল হক চৌধুরী সেলিম, সাবেক মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ডাঃ ফাতেমা জাহান বারী বাঁধন, স্যোশাল আক্টিভিস্ট রাইসিন গাজী, অ্যাডভোকেট প্রবীর রঞ্জন দাস, বিশিষ্ট ব্যবসায়ী কে এম কামাল, নাট্যজন আমিরুল হক চৌধুরী, রাজনীতিক মোশারফ হোসেন, সাওল চিকিৎসায় সুস্থ হওয়া হৃদরোগী নজরুল ইসলাম এবং সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোহন রায়হান।

সেমিনারে সাওল হার্ট সেন্টার-ভারতের প্রতিষ্ঠাতা বিশ্বখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়-এমডি ভিডিও বক্তব্য প্রদান করেন। প্রশ্নোত্তর পর্বে আগত অতিথিদের বিষয়ভিত্তিক প্রশ্নের জবাব দেন সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর সিনিয়র কন্সালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ মুতাসিম বিল্লাহ ও সিনিয়র কন্সালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃ ফারহান আহমেদ।

সেমিনার শেষে আগত অতিথিদের মধ্যাহ্নভোজে বিনা তেলে রান্না খাবারে আপ্যায়িত করা হয়।
সেমিনারে উপস্থিত শুভাকাঙ্খী ও দেশবরেণ্য ব্যক্তিবর্গ সাওলের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS