আইপিএলে চেন্নাই সুপার কিংসের ৩ ম্যাচের সবগুলোতেই খেলেছেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে পার্পল ক্যাপও নিজের করে নিয়েছেন এই পেসার। তবে টুর্নামেন্টের মাঝপথে এবার হঠাৎ করে দেশে ফিরতে হয়েছে তাকে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে হঠাৎ করেই দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বিসিবির সূত্র থেকে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন তিনি।
ভিসার কাজ শেষ করতে অবশ্য বেশি সময় নেবেন না মুস্তাফিজ। সব ঠিক থাকলে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজি দলটির সঙ্গে যোগ দেবেন কাটার মাস্টার।
এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৩ ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন মুস্তাফিজ।
দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি পেসারকে পরের ম্যাচেও একাদশে পেতে চাইবে চেন্নাই। ৫ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই খেলবে এবারের আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply