ঢালিউড কিং খ্যাত শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’ আসছে এবারের ঈদুল ফিতরে। সিনেমা মুক্তির আগে সে আনন্দকে ভাগাভাগি করতে সম্প্রতি শাকিব ইফতার করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে হারুন অর রশীদের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান শাকিব। এসময় শাকিবের সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির ছেলে ও প্রযোজক আরশাদ আদনান।
সৌজন্য সাক্ষাৎ শেষে একসঙ্গে ইফতার করেন শাকিব, আরশাদ ও হারুণ। এসময় তারা আলোচনা করেন বাংলা সিনেমার প্রচার ও প্রসার নিয়ে।
বাংলা সিনেমায় ঝড় তুলতে আসছে ‘রাজকুমার’। গত ২৩ মার্চ প্রকাশ পায় এ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এরপর ২৮ মার্চ অন্তর্জালে প্রকাশ করা হয় এ সিনেমার প্রথম গান। ‘প্রিয়তমা’-র মতো এবারও সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।
নতুন এ সিনেমা নিয়ে বেশ আশাবাদী ‘রাজকুমার’ সিনেমার নায়ক, প্রযোজক ও পরিচালক। এ প্রসঙ্গে আরশাদ বলেন, প্রিয়তমার সব রেকর্ড ভেঙে দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস করতে আসছে রোজার ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply