মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

‘তুফান’ এর ফার্স্ট লুকে ঝড় তুললেন শাকিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বড় সিনেমা, বড় প্রযোজক, বড় পরিচালক, বড় নায়ক—সব মিলিয়ে যেন বড় পর্দায় ঝড় তুলতে আসছে ‘তুফান’। এবার সেই ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন নির্মাতা রায়হান রাফী।

বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন নির্মাতা।

পোস্টে ‘তুফান’ সিনেমায় শাকিব খানের ফার্স্টলুক প্রকাশ করে নির্মাতা লেখেন, ‘অগ্রিম শুভ জন্মদিন সুপারস্টার শাকিব খান। আপনাদের জন্য উপস্থাপন করছি ‘তুফান’-এর ফার্স্ট লুক।’

‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা।

প্রথমবারের মতো ‘তুফান’ সিনেমার মধ্য দিয়ে একসাথে কাজ করছেন রায়হান রাফী ও শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

মারকাট অ্যাকশন ধাঁচের সিনেমায় শাকিব খানকে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। নতুন সিনেমা ‘তুফান’ তেমনই ধুন্ধুমার ও হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

সবকিছু ঠিক থাকলে চলতি বছর কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS