মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

বুর্জ খলিফায় উদ্‌যাপন হবে শাকিব খানের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

বুধবার (২০ মার্চ) গুলশান ক্লাবে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। অনুষ্ঠানে প্রযোজক আরশাদ আদনান ঘোষণা করেন, বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফায় উদ্‌যাপন করা হবে শাকিব খানের এবারের জন্মদিন।

অনুষ্ঠানের শুরুতেই জানানো হয়, সংবাদ সম্মেলনটি ‘রাজকুমার’-এর পক্ষ থেকে আয়োজন করা হলেও অনুষ্ঠানটি সিনেমার প্রচার-প্রচারণার উদ্দেশ্যে নয়। একই কথা বলেছেন শাকিব খান।

এদিন সন্ধ্যায় শাকিব খান বিনোদন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘আমরা যারা স্বপ্নবাজ মানুষ, তাদের স্বপ্নকে এগিয়ে নিতে যারা প্রতিনিয়ত আমাদের সমর্থন করে যাচ্ছেন, সেই বিনোদন সাংবাদিক ভাইবোনদের জন্যই আজকের এই অনুষ্ঠান।’

এ সময় শাকিব আরও বলেন, ‘আজকের অনুষ্ঠানটি কেবলই শুধু বিনোদন সংবাদকর্মীদের জন্য। যারা সব সময়ই ভালো চলচ্চিত্রকে সাপোর্ট করে আসছেন। যারা আরশাদ আদনানের মতো স্বপ্নবাজ প্রযোজক, হিমেলের মতো মেধাবী নির্মাতা কিংবা আমরা যারা প্রতিনিয়ত দেশি সিনেমা নিয়ে ইতিবাচক স্বপ্ন দেখে যাচ্ছি, তাদের স্বপ্নকে এগিয়ে নিতে কাজ করছেন বিনোদন সাংবাদিকরা। ভালো চলচ্চিত্রের খবর পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবার জন্য রাজকুমার টিমের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান। একসাথে সবাই একটু বসলাম, ইফতার করলাম, গেট টুগেদারের মতো।’

অভিনেতা বলেন, আজকে আমি এই অনুষ্ঠানে এসেছি খুবই সাদামাটাভাবে। কোনো মেকআপ নেই। নো-মেকআপ, নো-গেটআপ লুকে, একজন সাধারণ শিল্পী হিসেবে আমি আমার সহকর্মী বিনোদন সাংবাদিকদের কাছে এসেছি। উদ্দেশ্য একসাথে কিছু ভালো সময় কাটানোর।

‘রাজকুমার’ সিনেমা নিয়ে শাকিব খান বলেন, ‘রাজকুমার’ এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে ‘

‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের প্রশংসা করে শাকিব বলেন, শুধু কিছু টাকা হলেই প্রযোজক হওয়া যায় না। প্রযোজককেও একজন শিল্পী হতে হয়। আরশাদ আদনান হচ্ছেন একজন বড় শিল্পী। তার মতো শিল্পমনা প্রযোজক আমাদের বেশি দরকার। অসম্ভব স্বপ্নবাজ একজন মানুষ তিনি। প্রিয়তমা তার উদাহরণ।

আরশাদ আদনান বলেন, আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে ‘রাজকুমার’ ট্রেলার উন্মোচনা করা হবে বুর্জ খলিফায়। সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদে।

এ ছাড়া বুর্জ খলিয়ায় ট্রেলার উন্মোচনের সব ফর্মালিটি সেরে ফেলেছেন বলেও জানান আরশাদ আদনান। বলেন, দু-এক দিনের মধ্যে কনফারমেশনও পেয়ে যাব।

শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়। এতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। ‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS