নিজস্ব প্রতিবেদকঃ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কৃষিকৌশল বিভাগের উদ্যোগে “Climate Change in Bangladesh : Impacts on Agriculture” শীর্ষক সেমিনার ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. শহীদ প্রকৌশলী ভবন, আইইবি’র কাউন্সিল হলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রেসিডেন্ট, আইইবি।
স্বাগত বক্তব্যে, প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) আইইবি, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) ও ইঞ্জিনিয়ার মো. আবদুস সামাদ, চেয়ারপারসন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) প্রাক্তন সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক, ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামন মিলন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও সম্মানী সম্পাদক, আইইবি গাজীপুর সেন্টার বলেন, চর্তুথ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে জলবায়ু পরিবর্তন এবং কৃষিক্ষেত্রে এর বিরুপ প্রভাব ও চ্যালেঞ্জ মোকাবিলা বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমাদের সকল অর্জন বিফল হয়ে যাবে।
সেমিনারে মুখ্য আলোচক ছিলেন, প্রফেসর ড. নেপাল চন্দ্র দে, রিসার্চ এন্ড ইভালুয়েশন, ইআইএ পানি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জলবায়ু পরিবর্তন এডাপটেশন, ব্র্যাক বিশ^বিদ্যালয়। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী পিইঞ্জ. সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) আইইবি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আইইবি’র কৃষিকৌশল বিভাগের সম্পাদক, প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন, প্রকৌশলী মো. মিছবাহুজ্জাামান চন্দন, চেয়ারম্যান কৃষিকৌশল বিভাগ, আইইবি। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস-চেয়ারম্যান, কৃষিকৌশল বিভাগ, আইইবি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply