নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধান মন্ত্রী ও রাষ্ট্রপ্রতির কাছে বিনীত নিবেদন। হত্যাকারীর ফাঁসি চাই। বাকপ্রতিবন্ধী নাদিম হোসেন (২৮) হত্যা প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হইবে। মানব বন্ধনে হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ ও ডিবি কে আবেদন জানানো যাচ্ছে যে মূল পলাতক আসামী পিয়াসকে দ্রুত গ্রেফতারের করা হোক।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে রাজধানীর সবুজবাগ থানা এলাকায় পিয়াস, কাউসার, রাব্বিসহ ৮-১০, জন মিলে নাদিমকে নিয়ে বাসাবো বালুর মাঠের বিপরীতপাশে একটি ১০ তলা নির্মাণাধীন ভবনে নাদিম হোসনকে নিয়ে টাকার জন্য মারধোর করে। নাদিমকে বলে টাকা না দিতে পারলে তাকে জানে মেরে ফেলবে। পরে নাদিমের সোনা চেইন, আঙ্কটি ও মোবাইল নিয়ে যায় আর ও বলে নাদিমের স্ত্রী থেকে এখন ১,০০,০০০ (এক লক্ষ) টাকা নিয়ে আয়। নাদিম না করায় নাদিমকে ধারালো আস্ত্র দিয়ে ডান পায়ের উরুতে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় নাদিমের হাত পা ভেধে নির্মান ভবনের পিছনে পেলে রাখে। নাদিম হাও মাও করায় ওর মাথা বালুর ভিতরে চাপ দিয়ে ধরে। পরে হত্যাকারীরা গিয়ে দেখে নাদিম মারা গেছে। তার পর হত্যাকারীরা নাদিমের লাশ সিএনজিতে করে লাশ গুম করার চেষ্টা করে। গুম করতে না পারায় হত্যাকারিরা নাদিমের লাশকে বাসাবো ওহাব কলোনীর আরবিয়া ফাজিল মাদ্রসার সামনে পেলে রেখে চলে যায়। মৃত নাদিমের মামাকে ওরাই গত ৮ মাস আগে কুপিয়ে জখম করে এবং মারার চেষ্টা করে। আল্লাহর অশেষ রহমতে মামা প্রাণে বেঁচে যায় তবে চিরতরে পঙ্গু হয়ে যায়। পরে নাদিমের বোনকে সাকিব এর মা (নাসিমা আপা) বলল যে তার বোবা ভাইকে কেউ কুপিয়েছে। নাদিমের বড় বোন বাসাবো ওহাব কলোনী ক্লাব এর গলিতে আসে।
নাসিমার ছেলে কাওসার এর সাথে দেখা হয় ওনাকে জিজ্ঞেস করিলে তিনি বলে মুগদা মেডিকেল নিয়ে গেছে ও খানে গিয়ে পায় না। প্রায় আধা ঘন্টা পর নাসিমা আপা ফোন দিয়ে বলে তোর ভাই এপাটমেন্ট এর ভিতরে। এপার্টমেন্ট এর সামনের এসে দারোয়ানকে জিজ্ঞেস করা হইলে দারোয়ান বলে নাদিমকে সিএসজি করে নিয়ে গেছে মেডিকেল। সেই মুহূতে এলাকার এক ছেলে রবিওল এসে বলে আপনার ভাই আরবিয়া মাদ্রসার সামনে পড়ে আছে। পরে এলাকার মানুষ ও বিকটিমের আত্মীয় স্বজনরা জড় হয় পুলিশ এসে নাদিমের লাশ নিয়ে যায়। পরবর্তীতে বিকটিমের বড় বোন আরও জানায় যে হত্যাকারীদের চক্র থেকে বাঁচার জন্য এলাকা ছেড়ে গাউছিয়া চলে যায়। হত্যাকরীরা ফোন দিয়ে নাদিমকে গাউছিয়া থেকে বাসাবো এলাকায় এনেছে। হত্যাকারীরা নাদিমকে মাদক বেচা কিনার প্রস্তাব দিয়েছে। কিন্তু নাদিম না মানায় নাদিম এর স্ত্রী থেকে টাকা আনার জন্য হুমকি দিয়েছে। নাদিম টাকা দিতে বারন করায় নাদিমকে হত্যা করেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply