দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তারকাদের উপচেপড়া ভিড় ছিল দেখা মতো। ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহিও মনোনয়ন কিনেছিলেন। কিন্তু সেই আশা আর পূরণ হলো না অভিনেত্রীর।
এবার মাহিসহ শোবিজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ২৭ জন নারী সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু আওয়ামী লীগ বুধবার যে মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে, যাদের মনোনীত করেছে; সেই তালিকায় শোবিজের কোনো তারকা নেই।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।
এসব আসনের বিপরীতে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মোট ১ হাজার ৫৪৯টি ফরম বিক্রি হয়েছে। এ থেকে দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
এমপি হওয়ার জন্য মাহি রাজশাহীর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। মাহি এর আগে একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন। কিন্তু দলীয় প্রতীক না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেন মাহিয়া মাহি। তবে প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান তিনি। কিন্তু আলোর দেখা মেলেনি এ নায়িকার।
বুধবার (১৪ ফ্রেবুয়ারি)আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে চূড়ান্ত হওয়া ৪৮ নারীর নাম ঘোষণা করেন। তবে মনোনীত তালিকায় অভিনেত্রীদের কারও নাম দেখা যায়নি।
আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন- অভিনেত্রী সুজাতা, সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টিসহ আরও অনেকেই।
Design & Developed By: ECONOMIC NEWS