নিজস্ব প্রতিবেদকঃ ৭ ফেব্রুয়ারি, বুধবার সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবেদ রাজা।
তিনি বলেন, ৭ জানুয়ারির অবৈধ ডামি নির্বাচন বিষয়ে বিএনপি ব্যর্থ হয়নি, বরঞ্চ সরকার ব্যর্থ হয়েছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকলে বিচার বিভাগকে পদানত করে রাখে বিধায় দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ সকল রাজবন্দীদের মুক্তির বিষয়ে আইনী কাঠামোতে প্রলম্বিত হচ্ছে।
তিনি বলেন, পুনরায় সকল দল ও দেশের আপমর মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলনে সরকারকে পরাস্ত করা হবে। তিনি মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতিকে দায়ী করে ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধভাবে সীমান্তে আগ্রাসন প্রতিরোধ করতে হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply