নিজস্ব প্রতিবেদক: বাকিতে ইলেকট্রনিক্স পণ্য নিয়ে টাকা পরিশোধ না করায় রতন আলী নামে এক প্রতারকের বিরুদ্ধে চুয়াডাঙ্গার আদালতে মামলা দায়ের করেছেন পারফেক্ট এন্টারপ্রাইজ এর প্রোপাইটর আব্দুল্লাহ হক।
গত সোমবার বিজ্ঞ আমলী আদালত চুয়াডাঙ্গায় পারফেক্ট এন্টারপ্রাইজ এর পক্ষে মামলা দায়ের করেন এ্যাড: ইকরামুল হক।
এসময় এ্যাডভোকেট ইকরামুল হক বলেন মেসার্স পারফেক্ট এন্টারপ্রাইজ (ইলেক্ট্রনিক্স) নীলমনিগন্জ বাজার থেকে নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের রতন আলী নিয়মিত বাকিতে বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক্স পন্য ক্রয় করেছেন।
এক পর্যায়ে অভিযুক্ত রতন আলীর নিকট বাদীর ৫১ হাজার ২ শ ৯০ টাকা পাওনা থাকে। পরবর্তীতে গত ১১/১২/২০২৩ইং তারিখে অভিযুক্ত রতন আলী বাদীর প্রতিষ্ঠান থেকে একটি ৩২ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি ২৯ হাজার ৯ শত ১০ টাকা মূল্যে ক্রয় করেন। পূর্বের বকেয়া ৫১ হাজার,২ শত ৯০ টাকা। বর্তমানে অভিযুক্ত রতন আলীর নিকট বাদীর ৮১,২৮০/-(একাশি হাজার দুইশত আশি) টাকা পাওনা থাকে। উক্ত টাকা আসামী এক সপ্তাহের মধ্যে পরিশোধ করবেন মর্মে অঙ্গীকার করেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করলে আব্দুল্লাহ হক পাওনা টাকার জন্য বারবার তাগাদা দিলে আসামী আজকাল করে ঘুরাইতে থাকে।
অত:পর বাদী গত ১৬/০১/২০২৪ইং তারিখে বকেয়া পরিশোধের জন্য বাদী অভিযুক্ত রতন আলীকে রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রদান করেন। তৎপরবর্তীতে অভিযুক্ত রতন আলী টাকা পরিশোধ না করলে একপর্যায়ে কিছু লোকজন সঙ্গে নিয়ে অভিযুক্তর বাড়িতে যাই সেখানে অভিযুক্ত রতন আলীকে তাহার বকেয়া পাওনা পরিশোধের জন্য অনুরোধ জানাইলে অভিযুক্ত রতন আলী পাওনা টাকা দিতে সম্পূর্ণরুপে অস্বীকার করে এবং বলে তোমার কোনো টাকা আমি দিতে পারবো না।
পরবর্তীতে আব্দুল্লাহ হক অভিযুক্ত রতন আলীর বিরুদ্ধে কোর্টে মামলা করেন। ভুক্তোভোগী মোঃ আব্দুল্লাহ হক বলেন আমার প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স পণ্য নিয়ে দীর্ঘদিন টাকা দিচ্ছে না বলিয়ারপুরের রতন আলী, টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে রতন।
এ বিষয়ে অভিযুক্ত রতন আলীর সাথে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায় ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply