সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত (খুলনা, রাজশাহী ও ময়নমনসিংহ বিভাগ) পরীক্ষা শুক্রবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। তিন বিভাগের ২২টি জেলা শহরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা প্রশাসকরা নিজ নিজ জেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
তিনি আরও জানান, এবার মন্ত্রণালয় ও অধিদফতরের সব কর্মকর্তাকে বিভিন্ন জেলায় মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তারা এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত জেলায় পৌঁছে গেছেন।
দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থী ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন, কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি। ২০২৩-এর ২০ মার্চ দ্বিতীয় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
প্রথম পর্বের (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) পরীক্ষা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পর্বের মৌখিক পরীক্ষা চলমান।
যেসব নির্দেশনা মানতে হবে-
* এক ঘণ্টা আগে প্রার্থীকে কেন্দ্রে যেতে হবে।
* পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
* পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ-জাতীয় বস্তু সঙ্গে নিয়ে ঢোকা বা সঙ্গে রাখা যাবে না
* কেউ অমান্য করলে তাৎক্ষণিক তাকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
* পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে প্রার্থীদের ওএমআর শিট দেয়া হবে।
* উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট ব্যবহার করতে হবে।
* পরীক্ষা শেষে উত্তরপত্র ও প্রশ্নপত্র চূড়ান্তভাবে জমা না দিয়ে কোনো প্রার্থী কেন্দ্র থেকে বের হতে পারবে না।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply