নতুন বছরটা জমিয়ে উপভোগ করার ইচ্ছা আছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। তবে তা কাজ দিয়ে। এরইমধ্যে ভক্তদের সুখবর দিয়ে শুরু করেছেন নতুন ব্যবসা। শুধু অপু নয় শাকিব খানও একই পথে নাম লেখালেন।
নতুন বছরের ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারলান’-র নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। ঘটনা জমে ওঠে, যখন অপু সংবাদমাধ্যমে বলেন, আমার ওপর শাকিবের আস্থা, ভরসা অনেক বেশি। ও ( শাকিব খান) জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।
আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ চালু করেছেন তিনি। যা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। সবসময় যাওয়া না হলেও সুযোগ পেলে চলে যান নিজ ব্যবসার তত্ত্বাবধানে, এমনটাই জানালেন সময় সংবাদকে।
ব্যবসা ছাড়াও বছরে নতুন নতুন কাজ দিয়ে চমক দেবেন এই নায়িকা। এরইমধ্যে তিনি ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে তিনি জানালেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কাজে অংশ নেয়াটা সত্যিই গর্বের। সিনেমাটি আমার জন্য হবে ভীষণ ভালো লাগার। তাই প্রস্তুতি নিয়েই কাজ করতে চাই।’
এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন মাত্র একশ টাকা। তবে সুখবর আসছে সামনে, একে একে সব জানা যাবে এমনটাই বললেন তিনি। আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হবেন এই নায়িকা। কিন্তু সময় এলেই সেই খবর প্রকাশ করার মত প্রকাশ করেছেন।
অপুকে ব্যবসায়ী হওয়ার খবরের পর ২০ জানুয়ারি রিমার্ক ও হারল্যান-র আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায়, এ প্রতিষ্ঠানটির পরিচালক পদে থাকছেন শাকিব খান। এমন খবর পেয়ে শাকিব-অপু ভক্তরা খুশি হয়ে যান।
Design & Developed By: ECONOMIC NEWS