নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারীতে সুশৃংখলভাবে শেষ হলেও ফলাফলের পরের দিন নৌকার বিরুদ্ধে উঠেছে ফ্রিজের এজেন্টকে মারধরের অভিযোগ। আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফ্রিজ মার্কার এজেন্ট, হাপানিয়া গ্রামের আজিজুলের ছেলে মস্তকে (৩৮) মারধারের অভিযোগ উঠেছে একই গ্রামের নৌকা মার্কার কর্মী মতিয়ারের ছেলে আব্দুল্লাহর বিরুদ্ধে।
এই বিষয়ে মস্তর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি একজন দিনমজুর। আমি কাজ করে বাড়িতে আসছিলাম খাওয়া-দাওয়া করতে। ওই সময় মোটরসাইকেল যোগে আব্দুল্লাহ নামের এক নৌকার কর্মী এসে আমাকে কথা বলার সুযোগ না দিয়েই এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আমি হাঁপানিয়া কেন্দ্রে ফ্রিজের এজেন্ট ছিলাম। এই ঘটনার পর হাঁপানিয়া ক্যাম্পে একটি অভিযোগ করেছি। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযুক্ত ব্যাক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এই বিষয়ে ঐ কর্মীর নেতা সাবেক ভাইস চেয়ারম্যান এবং আলমডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সভাপতি, দেলোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোনো কর্মী এমন অসভ্য আচরণ করবে না। তারা আমাদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ নিয়ে স্থানীয় ফাড়িতে অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে প্রশাসন গিয়েছিল কিন্তু সত্যতা পাইনি।
অভিযোগের ব্যাপারে হাপানিয়া ক্যাম্পে জানতে চাইলে এস আই কারিফুজ্জামান বলেন, মস্ত এবং তার লোকেরা এমন অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছিল। আমরা তাদেরকে আলমডাঙ্গা থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত তারা অভিযোগ করেছে কিনা জানিনা। এবিষয়ে আলমডাঙ্গা থানা গনমাধ্যমকে জানিয়েছেন আমরা মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠিয়েছিলাম তেমন কোন প্রমাণ না পাওয়া যায়নি। এবিষয়ে কোন অভিযোগ বা মামলা হয়নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply