রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

ভৈরবে সন্দেহভাজন নাশকতাকারী আটক

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সন্দেহভাজন একজন নাশকতাকারী আটক করেছে আনসারবিডিপি সদস্যরা। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০ টায় ভৈরব রেলওয়ে সৈয়দ আব্দুল হালীম ব্রীজের ভৈরব প্রান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ফরিদুল ইসলাম (২৩) নরসিংদী জেলার শিবপুরের ছোটকান্দা এলাকার শামসুল হকের ছেলে। 

আনসার সদস্য পরী আক্তার জানান, আমি আশুগঞ্জ রেলওয়ে এলাকায় ডিউটিরত ছিলাম। রেল লাইনে পাহাড়ারত অবস্থায় ভৈরব প্রান্তে আরিফুল ইসলামকে দেখতে পায়। তার হাতে একটি স্টিলের পাইপ ও নাটবল্টু ছিল। তাকে জিজ্ঞাসা করতেই সে উল্টো জেরা করতে শুরু করে। আমার ধারণা সে রেললাইনের নাটবল্টু খুলার চেষ্টা করছিল। এমনকি সে আমাদের ১ হাজার টাকা ঘুষ দিতে চাই। তার কথাবার্তায় সন্দ্যেহ হলে ভৈরব প্রান্তের ডিউটিরত আনসার সদস্যদের নিয়ে তাকে আটক করে উপজেলায় নিয়ে আসি। 

এ বিষয়ে আরিফুলের কাছে জানতে চাইলে সে প্রতিদিনের বাংলাদেশকে কোন রকম সদউত্তর দিতে পারে নি। সে স্থানীয় সরকারি হাজী আসমত কলেজের অনার্স চতুর্থবর্ষের ছাত্র বলে জানায়। সামাজিক কর্মকান্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মুর্শেদ খান জানান, আনসার সদস্যরা তাকে কেপিআই এলাকা থেকে ধরে নিয়ে আসে। রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে জিজ্ঞাসা বাদ করছে। সারা দেশের নাশকতা চলছে। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভৈরব প্রশাসনসহ সকল বিভাগ তৎপর রয়েছে। 

এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, সন্দেহভাজন ভেবেই আরিফুলকে আটক করা হয়েছে। সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS