রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

ভূমিদস্যুদের অর্থের লোভে পড়ে কেউ ভুল করবেন না, তারা পুতুল এমপি বানাতে চায়

শাকিল আহম্মেদ
  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪১ Time View

স্টাফ রিপোর্টার: পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ভূমিদস্যুদের অর্থের লোভে পড়ে কেউ ভুল করবেন না।রূপগঞ্জে পুতুল এমপি বানিয়ে রাখতে চায় ভূমিদস্যুরা। এখানকার জনগণকে পুতুলের মতো নাচাতে চায় একটি ভূমিদস্যু গ্রুপ। আমার বিশ্বাস রূপগঞ্জের উন্নয়ন দেখে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন কাজ অব্যাহত রাখবেন। যারা আ.লীগ করে তারা কখনোই নৌকা প্রতীকের বাইরে যাবেনা। 

(৩০ ডিসেম্বর) শনিবার বিকালে দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গোলাম  দস্তগীর গাজী বীর প্রতিক আরো বলেন, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিয়ে দেশকে উন্নত বিশ্বের পথে এগিয়ে নিতে সহযোগিতা করুন। 

অনুষ্ঠানে উপস্থিত জনতাকে উদ্যেশ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের ভিটেমাটিতে থাকবেন নাকি অন্যত্র থাকবেন ভূমিদস্যুদেরকে ভোট দিবেন নাকি নৌকা প্রতীকে ভোট দিবেন।

দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা  আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী,কন্ঠ শিল্পি এসডি রুবেল,  আওয়ামীলীগ নেতা মেজবাউল হক বাচ্চু, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, যুবলীগ সহ সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার , কামরুল হাসান নয়ন, আমিন রানাসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গত ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে কৃতজ্ঞতা থেকে নৌকায় ভোট দেয়ার আহবান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS