নিজস্ব প্রতিনিধি: পাবনা সদর উপজেলার গয়েশপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে তাকে আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ধোপাঘাটা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ১৮কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা হয় ।
ওসি আরো বলেন, আটককৃত হলেন, গয়েশপুর ধোপাঘাটা পশ্চিমপাড়া এলাকার মাজেদ (৪২)। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply