নিজস্ব প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চর বলরামপুরে অভিযান চালিয়ে ৪টি গাঁজার গাছসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে তাদের আটক করা হয়।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে পাবনা সদর উপজেলার চর বলরামপুর মালিথাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।
এ সময় দুই ব্যক্তির বসতবাড়ির আঙিনায় রোপণকৃত মোট ৪টি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দকৃত ৪টি গাঁজার গাছের ওজন প্রায় ৪৫ কেজি। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চর বলরামপুর মালিথাপাড়া গ্রামের হাসেম মালিথা (৫০) ও শামসুল মালিথা (৪০)।
এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply