জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ী মাদারতলীতে নরেশ চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত নরেশ চন্দ্র রবিদাস আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ী ঈদগাহ পাড়া গ্রামের মৃত বিরেন চন্দ্র রবিদাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বের হয়। এরপর রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে মাদারতলী তুলশীগঙ্গা নদীর বাঁধের পশ্চিম পাশে জলপাই গাছের সঙ্গে হাত ও পা বাঁধা মরেদহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী শান্তনা রবিদাস বলেন, আমার স্বামী রোববার একটি অনুষ্ঠানে কসমেটিকসের দোকান দেন। পরে সেখান থেকে রাত ৮টার দিকে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে আবার বাইরে যান। রাতে আর বাসায় ফেরেননি। সকালে আম গাছে তার লাশ ঝুলছে-এমন খবর পাই।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply