শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এড. সুলতান আলম মল্লিক আর নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ—সভাপতি শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এড. সুলতান আলম মল্লিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৩ ডিসেম্বর বুধবার মধ্যরাতে অসুস্থতা বোধ করায় তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে এড. সুলতান আলম মল্লিক স্ত্রী—পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন একজন সাদামাটা ভদ্র মানুষ। সারাজীবন মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই—সংগ্রাম করেছেন। বাকশপ এর প্রতিষ্ঠাতা সভাপতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর।

বীর মুক্তিযোদ্ধা এড. সুলতান আলম মল্লিকের মৃত্যুতে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল, মহাসচিব মোহাম্মদ নাসের, অতিরিক্ত মহাসচিব ক্যাডেট আনোয়ার হোসেন, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ইসরাইল পন্ডিত, বাংলাদেশ সংযুক্ত বন্দোবস্ত ফেডারেশন বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি সামছুল আলম, সংযুক্ত অটো ম্যানুয়াল লোডার এন্ড এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংযুক্ত কাঠ শিল্প ও নির্মাণ শ্রমিক ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এড. সুলতান আলম মল্লিকের মৃত্যুতে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনে শোকের ছায়া নেমে এসেছে। দেশ একজন প্রবীন শ্রমিক নেতা ও আইনজীবী হারালো। ১৪ ডিসেম্বর বাদ আসর মরহুমের  পৈত্রিক নিবাস বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে জানাযার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS