শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

আসছে অ্যাভাটারের তৃতীয় পর্ব ‘অ্যাভাটার: দ্য সিড বেয়ারার’!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ Time View

বিশ্বব্যাপী আলোড়ন তোলা হলিউড সিনেমা ‘অ্যাভাটার’ এবার তৃতীয় পর্ব নিয়ে এলো। এরইমধ্যে মুক্তির তারিখও ঘোষণা হয়ে গেছে হলিউডি এ সিনেমাটির। নতুন এ তথ্য টিভি নিউজিল্যান্ডকে জানিয়েছেন, খোদ সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরন।

কল্পনাভিত্তিক মহাকাব্যিক সিনেমা ‘অ্যাভাটার’ এর তৃতীয় পর্বের নাম ‘অ্যাভাটার: দ্য সিড বেয়ারার’। এ সিনেমার সবশেষ তথ্য দিয়ে টিভি নিউজিল্যান্ডকে জেমস ক্যামেরন জানান যে, তারা এখন সিনেমাটির পোস্ট প্রোডাকশন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০২৫ সালের ডিসেম্বরের ক্রিসমাসকে সামনে রেখে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তারা।

এর আগে নির্মাতা ক্যামেরন জানিয়েছিলেন, এরমধ্যেই অ্যাভাটার-থ্রি ও অ্যাভাটার-ফোর’-এর বেশ কিছু অংশের শুটিং শেষ করেছেন তিনি। সেই সঙ্গে অ্যাভাটার-ফাইভ নির্মাণের আভাসও দিয়েছিলেন পরিচালক।

সর্বপ্রথম ২০০৯ সালের ১৭ ডিসেম্বের অ্যাভাটার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দর্শকদের বিপুল সাড়া পাওয়ার পর ২০২২ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পায় ‘অ্যাভাটার’ এর দ্বিতীয় পর্ব ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সে সময় এটি বক্স অফিসে একশ কোটির ডলারেরও বেশি আয় করে।

প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্ব ‘অ্যাভাটার-দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমা দিয়ে সিনেমাপ্রেমীদের প্রত্যাশার পুরোটাই পূরণ করেছিলেন জেমস ক্যামেরন। যার প্রমাণ মিলেছে প্রেক্ষাগৃহেই। মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ২ দশমিক ১৩ বিলিয়ন ডলার আয় করে এ সিনেমা। এমনকি, সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ফিল্মের খেতাবও পেয়েছে এটি।

সম্প্রতি ‘অ্যাভাটার’ প্রযোজক জন ল্যান্ডাউ সিনেমাটির সিক্যুয়েল নিয়ে চমকে দেয়ার মতো খবর দিয়েছেন। ‘অ্যাভাটার থ্রি’-এ চার্লি চ্যাপলিনের আভাস পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

এম্পায়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অ্যাভাটার থ্রি’-এ বীজ থেকে এক নতুন জাতির আগমন ঘটবে, যারা আরও বেশি নৃশংস হবে। আর এই জাতির নেতার চরিত্রে অভিনয় করবেন চার্লি চ্যাপলিনের নাতনি ওনা চ্যাপলিন।

আগের দুটি পর্বের মতোই তৃতীয় সিক্যুয়েলেও অ্যাভাটারপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবেন জেমস ক্যামেরন। সম্প্রতি ভক্তদের এমনই আভাস দিয়েছেন পরিচালক। আগামী ২০২৫ সালের ডিসেম্বরের ক্রিসমাসে অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তির পরেই পরিচালক ক্যামেরন দ্রুত শুরু করবেন চতুর্থ ও পঞ্চম পর্বের কাজ। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অ্যাভাটার চার ও পাঁচ নম্বর পর্ব দুটি যথাক্রমে ২০২৯ সাল ও ২০৩১ সালের ডিসেম্বর মাসে মুক্তি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS