জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে যাত্রীবাহী একটি ট্রেনে তল্লাশি চালিয়ে জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হেরোইনের আনুমানিক মূল্যে ১৬ লাখ টাকা। গ্রেফতার নারী মাদক কারবারি মোতাহারা বেগম রাজশাহী গোদাগাড়ী উপজেলার সহরাগাছী গ্রামের রিপনের স্ত্রী।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেফতার ওই নারী মাদক কারবারি রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন
এলাকায় বিক্রি করে আসছিলেন। রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সে মাদক পাচার করছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালালে সে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে র্যাব। পরে তার পায়ের জুতার তলার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থান ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply