নিজস্ব প্রতিনিধি: পাবনায় “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এ স্লোগানকে সামনে রেখে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে ৩২তম আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধি দিবস।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা ও জেলা প্রতিবন্ধি সাহায্য কেন্দ্র এর আয়োজনে র্যালী শেষে জেলা শিল্পকলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীরের সঞ্চালনায় এসব কর্মসুচিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, এনএসআই এডি কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, জেলা প্রতিবন্ধি সাহায্য কেন্দ্র কর্মকর্তা ফারজানা তাজ, সমাজসেবা সংগঠনের সদস্য নিহার আফরোজ জলি , সমাজসেবা কর্মকর্তা হাফিজ আহমেদ, প্রতিবন্ধি সানোয়ার হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। এদের সঠিক ব্যবহার করলে এরা সম্পদে পরিণত হবে। দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে। এদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply