জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের রেলগেট এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
রেল বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে ১০০টি স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন অবৈধ দখলদাররা। এসময় রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ করা হয়। এই স্থাপনা উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও রেলওয়ের পশ্চিমাঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নুরুজ্জামান বলেন, জয়পুরহাট রেল স্টেশন এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ হবে। রেললাইন সম্প্রসারণ ও সোজা করা হবে। এখানে অবৈধ স্থাপনা আছে প্রায় ১০০টির বেশি। সেই জমি উদ্ধার করতে আজ থেকে অভিযান শুরু হলো। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply