নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দারিয়াপুর গ্রামের (সাহাপাড়া) মোঃ হান্নান ১৭ দিন ধরে নিখোঁজ। ৮ নভেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০ বছর যাবত সে মানসিক রোগে আক্রান্ত। সে বাড়ি থেকে কল্যানী হাটে প্রতিদিন সকাল-বিকেল যাওয়া-আসা করত। প্রতিদিনের মত সে ৮ তারিখ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেদিন সে আর বাড়িতে ফেরত আসেনি। আশে-পাশে খোঁজ নিয়েও আর সন্ধান পাওয়া যায়নি। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।
তার পিতার নাম মৃত আব্দুল কাদের, মাতা জুলেখা বেগম। তার গ্রাম দারিয়াপুর (সাহাপাড়া), পোস্ট অফিস কল্যানী, উপজেলা বীরগঞ্জ, জেলা দিনাজপুর।
কেউ উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করুন অথবা (মোঃ নুরনবী) ০১৭০৪-২২২৯৪৪ নাম্বারে যোগাযোগ করবেন।

Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply