নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মানিক হোসেন (২৪) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঝাঐল বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মানিক হোসেন সদর উপজেলার কালিয়াকান্দা পাড়ার আশরাফ আলী ছেলে।
ওসি রেজাউল ইসলাম বলেন, ঝাঐল বাজারের পাশে একটি বেতের ক্ষেতের মধ্যে গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply