মা হওয়ার পর সিনেমা থেকে দূরে থাকলেও রাজনীতির মাঠে বেশ সক্রিয় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে।
সময়ের আড্ডায় অংশগ্রহণের সময় মাহির সঙ্গে নানা আলাপচারিতার মাঝে কথা হয় রাজনীতি নিয়েও। ওই সাক্ষাৎকারেই মাহিকে জিজ্ঞাসা করা হয়, ইদানিং রাজনীতির মাঠে তার সক্রিয় হওয়ার কারণ কী?
উত্তরে মাহি বলেন, ‘ক্যারিয়ার হিসেবে অভিনয়কে বেছে নিলেও আমি যতটা সম্ভব মানবিক কাজে নিজেকে ব্যস্ত রাখি। ব্যক্তিগতভাবে তাই আমি যখনই পারি, মানুষকে সাহায্য করি। কিন্তু একবার চাপাইনবাবগঞ্জ আর রাজশাহীতে একটু বড় পরিসরে মানবিক কাজ করতে গিয়েছিলাম। কিন্তু সেখানকার রাজনৈতিক ব্যক্তিরা আমাকে বাধা দিয়েছিলেন। তখন আমার মনে হয়েছিল, যদি আমার কোনো রাজনৈতিক পদ থাকতো, তাহলে এমন সমস্যার সম্মুখীর আমি হতাম না। সেই থেকেই আমার মানবিক কাজগুলো আমি রাজনৈতিক ওয়েতে করার চেষ্টা করছি।’
সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন মাহি। তাকে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের এক সমাবেশে অংশ নিতে। ওই সমাবেশে মাহি বিএনপি ও জামায়াতের নৈরাজ্য আর অগ্নিসন্ত্রাসের কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য যখন আওয়ামী লীগ সরকার একদিকে কর্ণফুলি টানেল উদ্বোধন করছেন অন্যদিকে বিএনপি চলন্ত বাসে আগুন ধরিয়ে দিচ্ছে। একজন পুলিশকে কীভাবে সবাই মিলে হামলা করে মেরে রাস্তায় ফেলে রাখল তারা। এ বিষয়গুলো আমি মেনে নিতে পারিনি। আমার মনে হয়েছে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।’
এসময় মাহি বিএনপিকে নিয়ে আরও সমালোচনা করে বলেন, ‘যেখানে একটি দেশ শত বাধার মধ্যেও এগিয়ে যাচ্ছে; সেখানে বিএনপির ভাবা উচিত দেশটাকে কীভাবে আরও উন্নয়নের পথে নেয়া যায়। কিন্তু তা না করে দেশকে পেছনে নিয়ে যাওয়ার চিন্তা করছে। এদিক থেকে ক্লাস ফাইভের শিক্ষার্থীও চায় না বিএনপি ক্ষমতায় আসুক।’
Design & Developed By: ECONOMIC NEWS