বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের সহিংসতা: ৪০ মামলা, গ্রেফতার ২১০৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে সহিংসতা ও নাশকতার অভিযোগে গত ১১ দিনে ২১০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সর্বশেষ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৪১ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

এদিকে সহিংসতার ঘটনায় সর্বশেষ বুধবার মুগদা থানায় আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা হলো ৪০টি।

ডিএমপির দেয়া তথ্যমতে, ২১ অক্টোবর ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন, ২৭ অক্টোবর ৩৪০ জন, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, সোমবার (৩০ অক্টোবর) ১৫৮ জন এবং মঙ্গলবার (৩১ অক্টোবর) ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, চলমান সহিংসতায় সর্বশেষ আজ (বুধবার) মুগদা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়াল ৪০টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS