শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে: জাতীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির সুপারিশ করেছে বিটিটিসি গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন, তবে মৃত্যু হয়নি কারো ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক দর পতনের শীর্ষে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবিগঞ্জের তরুণী ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার পার্বত্য চট্টগ্রামে নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়া হবে: মোস্তফা আল ইহযায খাসজমি আন্দোলনের কিংবদন্তি ও কৃষক মুক্তির আজীবন যোদ্ধা কমরেড আবদুস সাত্তার খান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে বাংলাদেশ ও পাকিস্তান মনোস্পুল বাংলাদেশ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে

জেমসের কনসার্ট’র খবর গুজব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বেশ ক’দিন ধরে গানবাজারে প্রচলিত রয়েছে এবারের ‘কোক কনসার্ট’-এর আর্মি স্টেডিয়াম আয়োজনে ‘সারপ্রাইজ গেস্ট’ হিসেবে হাজির হবেন রকস্টার জেমস। এমন আভাস ধরে গত ৫ দিন ধরে নগরবাউল রয়েছেন সংবাদমাধ্যমের শিরোনামে। অথচ রোববার নাগাদ নিশ্চিত হওয়া গেলো, সারপ্রাইজ তো দূরের কথা স্বাভাবিক প্রক্রিয়াতেও ১০ নভেম্বরের আর্মি স্টেডিয়াম কনসার্ট-এ অংশ নিচ্ছেন না জেমস ও তার দল। নিশ্চিত করেছেন দলটির মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি বলেন, ‘এই কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে আমাদের সঙ্গে কোক কর্তৃপক্ষের আলাপ হয়েছে ঠিকই। তবে সেটি কখনোই চূড়ান্ত ছিলো না। কারণ, আমরা বলেছি সেদিন সম্ভব নয়। একই দিন (১০ নভেম্বর) আমরা বরিশালে শো কনফার্ম করেছি। সেখানেই অংশ নেবো সেদিন। যদিও এরমধ্যে আমরা লক্ষ্য করছি, আমাদের নাম ও ছবি দিয়ে প্রচারণা চলছে হরদম!

গণমাধ্যমেও খবর দেখছি তিন/চার দিন ধরে। প্রতিটি খবরের শিরোনাম ও ছবি জেমস ভাইয়ের। এটা আমাদের জন্য খুবই বিব্রতকর ও বাজে অভিজ্ঞতা হলো। এমনটা আশা করিনি কোক বাংলা আর গণমাধ্যমের কাছে।’ অভিযোগ রয়েছে, জেমসকে ঘিরে ফেসবুক প্রচারণা ও খবর প্রকাশের মধ্য দিয়ে ‘কোক স্টুডিও বাংলা’ কর্তৃপক্ষ চালাচ্ছে ‘জেমস’ বাণিজ্য! তাহলে কেন ও কিভাবে এমন খবর ছড়ালো সোশ্যাল হ্যান্ডেল ও গণমাধ্যমে? চেক করে দেখা গেছে, কোক স্টুডিও বাংলা’র ভেরিফায়েড ফেসবুক পেজজুড়ে এই কনসার্টের নানা প্রচারণা চলছে। যেখানে অবশ্য কনসার্টে অংশ নেওয়া শিল্পীদের নাম-পরিচয়ের চেয়ে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন বা অফারের প্রচারণাই চোখে পড়ছে বেশি। আলাদা করে এই কনসার্টের প্রচারণায় দেখা গেছে অর্ণব, ফুয়াদ ও ইমন চৌধুরীকে। বাদবাকি সব প্রচারণায় উঠে এসেছে ‘পাগলা বাবুর্চি’ থেকে ‘ফুড পা-া’র নানাবিধ অফার।

যেগুলো এমন, ‘কম্বো বার্গার খাও, কনসার্টের টিকিট বুঝে নাও’। তবে এসব বাণিজ্যের ভিড়ে জেমস-এর নাম এখন আর খুঁজে পাওয়া যায়নি পেজটিতে। যদিও কেউ কেউ বলছেন, শুরুতেই কনসার্ট ঘোষণায় জেমস-এর নামও পাওয়া গিয়েছিলো, সেখান থেকেই খবরটি ছড়ায় গণমাধ্যমে। যা পরে মুছে ফেলা হয়েছে ফেসবুক পেজ থেকে। যদিও কোক কর্তৃপক্ষ সেটির সত্যতা স্বীকার করেনি। এসব বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হয় কোক স্টুডিও বাংলা’র ইভেন্ট পিআর বেঞ্চমার্ক-এর সঙ্গে। প্রতিষ্ঠানটির অ্যাসিসটেন্ট ম্যানেজার (পাবলিক রিলেশন) ইমরান হোসাইন মিলনবলেন, ‘সত্যি বলতে জেমস ভাইর খবরটি আমি নিজেও ক’দিন ধরে দেখছি সংবাদ মাধ্যমে। এবং সংবাদমাধ্যমও সেই খবরটি প্রকাশ করেনি, সেটাও লক্ষ্য করছিলাম। তবে এই সংবাদ আমরা কাউকে পাঠাইনি, পাঠালে আপনারাও পেতেন।

এমনকি আমি যতদূর জেনেছি, কোক কর্তৃপক্ষও এমন কোনো ঘোষণা দেয়নি কনসার্টের। এবং আপনি লক্ষ্য করবেন, পত্রিকার খবরগুলোতে কোনো সূত্র বা কারও মন্তব্য নেই। ফলে এই খবর কেন ও কিভাবে গণমাধ্যমে এভাবে নিয়মিত প্রকাশ হলো, সে বিষয়ে আমি কিছুই জানি না।’ মিলন নিশ্চিত করেন, শুধু বেঞ্চমার্কই নয়; কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজ কিংবা এই ইভেন্টের সঙ্গে জড়িত কেউই ‘জেমস’-এর খবরটি কোথাও প্রকাশ করেনি। আবার এটাও জানালেন, জেমস এই কনসার্টে অংশ নেবেন কি নেবেন না, সেটাও তিনি জানেন না। তালিকা চূড়ান্ত হলেই জানাবেন, দিলেন নিশ্চয়তা। সংশ্লিষ্টদের এই ‘না জানা’র মধ্যেই রয়েছে ‘বাণিজ্যিক ভূত’, মনে করছে নগর বাউল কর্তৃপক্ষ। কারণ, দিনশেষে বড় তারকা কনসার্টের ব্যানারে থাকলে টিকিট বিক্রিটা বাড়ে হু..হু করে, লোকে বলে।

বলা দরকার, গত বছর ৯ জুন একই ভেন্যুতে প্রথম কনসার্ট করে ‘কোক স্টুডিও বাংলা’। যেখানে প্রথম সিজনের শিল্পীদের সঙ্গে বাড়তি চমক হিসেবে ছিলেন জেমস। আয়োজকরা এবারও সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করেও ব্যর্থ হলেন, যদিও এগিয়ে থাকলেন ভৌতিক অথবা বাণিজ্যিক প্রচারণায়! জানা গেছে, ‘কোক স্টুডিও বাংলা’ সিজন-২-এর শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কনসার্ট। এবার গান করবেন শায়ান চৌধুরী অর্ণব, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, মেঘদল, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায়, ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস। ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় মৌসুমে ‘কথা কইয়ো না’, ‘নদীর কূল’, ‘দেওরা’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘দিলারাম’ গানগুলো প্রকাশ করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা করে ‘কোক স্টুডিও বাংলা’। গত বছরই প্রথম মৌসুমে বেশ কিছু আলোচিত গান করেছে প্ল্যাটফর্মটি; এই বছর দ্বিতীয় মৌসুমও শেষ হয়েছে। প্রস্তুতি চলছে তৃতীয় মৌসুমের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS