স্টাফ রিপোটারঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হোসাইন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হোসাইন মিয়া ওই গ্রামের ছামিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সবার অজান্তে হোসাইন মিয়া নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশু হোসাইনকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে প্রতিবেশীরা। দ্রুত তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কালাম আজাদ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply