নিজস্ব প্রতিবেদকঃ দেশের নিম্ন আয়ের কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী-সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মরহুম আব্দুল আজিজ এর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অদ্য ০৭ অক্টোবর ২০২৩, শনিবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ডাঃ মিলন অডিটরিয়ামে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জননেতা শাজাহান খান এমপি, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ নাজমুল হক, ওয়ার্কাস পার্টির ঢাকা মহানগরীর সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড আবুল হোসাইন, মরহুমের একমাত্র ছেলে সংগঠনে সম্মানিত উপদেষ্টা আব্দুল মান্নান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম. এ. হান্নান, মহাসচিব নিজাম উদ্দিন পাটোয়ারী, কার্যকরী সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, মোঃ জাকির হোসেন, আঃ জব্বার, মোঃ মোজাম্মেল হক, মনির আহাম্মদ, মোঃ মোজাফ্ফর হোসেন বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ মোবারক হোসেন।
স্মরণ সভায় মরহুম আব্দুল আজিজ এর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন বাচসকস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাংগঠনিক সংসদের সভাপতি মোঃ রমিজ মিয়া, তাছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ লিয়াক আলী, আদিয়া কোম পলি, মোঃ শামসুল হক সুজন, মোঃ হাফিজুল্লাহ, জুলহাস ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক পদ তার আক্কাস, মোঃ শিপন মিয়া, মোঃ মনির হোসেন, আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মোঃ মামুন মোল্লা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম মিন্টু, গঙ্গা চৌহান, শিকদার মাহবুব হোসেন, আঃ রব, স্বাধীন হালদার, মোঃ তোফাজ্জল হোসেন নাজির, মোঃ আলমগীর, দপ্তর সম্পাদক লিটন মিয়া, মোঃ সেলিম, সহ-দপ্তর সম্পাদক মোঃ রাশেদ, মহিলা সম্পাদক মিনা আক্তার, ফাতেমা আক্তার নুপুর, প্রচার সম্পাদক সেলিম শেখ সহ ঢাকা মহানগরী ও জেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।
স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন, অভিবক্ত বাংলায়, মরহুম আব্দুল আজিজ এর নেতৃত্বে সর্ব প্রথম ১৯৫০ সালে প্রতিষ্টিত সংগঠনটি ১৯৫৪ সালে গেজেটভুক্ত হয়ে সরকার কর্তৃক স্বীকৃতি লাভ করে। প্রথম মোনাজাত আন্দোলনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট দাবীনামা পেশ করে নিম্ন আয়ের কর্মচারীদের অধিকার আদায়ের সূচনা করেছিলেন মরহুম আব্দুল আজিজ।
প্রাচীনতম সংগঠনটি বর্তমানে দেশের গণ্ডি পেড়িয়ে আন্তর্জাকি পরিমণ্ডলে ব্যাপক পরিচিতি পেয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের পক্ষ থেকে ৯ম বেতন কমিশন গঠন করে বৈষম্য দূরীকরণার্থে ১:৫ হারে বেতন প্রদান, আউট সোর্সিং নিয়োগ প্রথ বাতিলসহ ১০ দফা দাবীনামা সরকারের নিকট পেশ করা হয়েছে। উক্ত দাবীসমূহ বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply