বিশ্বকাপের ডামাডোল বেজে উঠেছে পুরো ক্রিকেট বিশ্বে। সেই বাজনার সপ্তসুরে কাঁপছে বাংলাদেশও। বড় স্বপ্ন নিয়ে বৈশ্বিক আসরের এই টুর্নামেন্টের প্রথম পর্বে ৯টি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। এক নজরে বাংলাদেশের সেই সূচি দেখে নেয়া যাক।
আগামী ৭ অক্টোবর সকাল ১১টায় ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ভারত বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশের। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগার বাহিনী।
বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের নয় ম্যাচের সূচি-
| ক্রম | তারিখ ও বার | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
|---|---|---|---|---|
| প্রথম ম্যাচ | ৭ অক্টোবর, শনিবার | আফগানিস্তান | সকাল ১১টা | ধর্মশালা |
| দ্বিতীয় ম্যাচ | ১০ অক্টোবর, মঙ্গলবার | ইংল্যান্ড | সকাল ১১টা | ধর্মশালা |
| তৃতীয় ম্যাচ | ১৩ অক্টোবর, শুক্রবার | নিউজিল্যান্ড | দুপুর ২টা ৩০ মিনিট | চেন্নাই |
| চতুর্থ ম্যাচ | ১৯ অক্টোবর, বৃহস্পতিবার | ভারত | দুপুর ২টা ৩০ মিনিট | পুনে |
| পঞ্চম ম্যাচ | ২৪ অক্টোবর, মঙ্গলবার | দক্ষিণ আফ্রিকা | দুপুর ২টা ৩০ মিনিট | মুম্বাই |
| ষষ্ঠ ম্যাচ | ২৮ অক্টোবর, শনিবার | নেদারল্যান্ডস | দুপুর ২টা ৩০ মিনিট | কলকাতা |
| সপ্তম ম্যাচ | ৩১ অক্টোবর, মঙ্গলবার | পাকিস্তান | দুপুর ২টা ৩০ মিনিট | কলকাতা |
| অষ্টম ম্যাচ | ৬ নভেম্বর, সোমবার | শ্রীলঙ্কা | দুপুর ২টা ৩০ মিনিট | দিল্লি |
| নবম ম্যাচ | ১১ নভেম্বর, শনিবার | অস্ট্রেলিয়া | সকাল ১১টা | পুনে |
এবারের বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ পেসার এবাদত হোসেন।
প্রসঙ্গত, আগমী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মাঠে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ বছর বাংলাদেশসহ মোট ১০টি দেশ অংশ নিচ্ছে বৈশ্বিক এই আসরে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর দুপুর আড়াইটায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply