বিশ্ব কাঁপিয়ে চলছে ‘জওয়ান’। সাফল্য দেখে নেটিজেনদের ঘুম হারাম। এবার পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান’ কে অস্কারে পাঠানোর কথা ভাবছে। এটা ভক্তদেরও ইচ্ছা। তবে অস্কারে যাওয়ার ব্যাপারে অ্যাটলি বলিউড কিং শাহরুখের সঙ্গে বিস্তারিত কথা বলবেন।
বিনোদন মাধ্যম কইমইয়ের খবর থেকে জানা গেছে, অ্যাটলি নিশ্চিত করেছেন যে তিনি চলচ্চিত্রটি অস্কারে পাঠানোর কথা ভাবছেন, বলেছেন ‘আমি একটি কল করে শাহরুখ খানকে জিজ্ঞাসা করব’।
পরিচালক অ্যাটলি আরও বলেছেন, ‘জওয়ান’ অস্কারে যাওয়া উচিত। এবং এটি যেতে হবে। ১২ দিনের মাথায় এসেও ‘জওয়ান’বক্স অফিস রেকর্ড ভেঙেছে। বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষের পছন্দের শীর্ষে রয়েছে এই সুপারহিট ছবিটি।
নয়নতারা, বিজয় সেতুপতি এবং বিশেষ চরিত্রে কাজ করা দীপিকা পাড়ুকোনকে জিঙ্গেস করা হয়েছিল, ‘জওয়ান’ কী অস্কারে যাবে? তারা সবাই এক বাক্য হ্যাঁ বলে দিয়েছেন।
তবে বলিউড বাদশার সঙ্গে আলাদাভাবে কথা বলবেন অ্যাটলি। অ্যাটলি আরও বলেন, ‘অবশ্যই, আমি জওয়ানকে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক. আমি মনে করি শাহরুখ খান স্যার এই সাক্ষাৎকারটি দেখবেন এবং পড়বেন। আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করব, ‘স্যার, আমরা কি এই ছবিটি অস্কারে নিয়ে যাব?
-কইমই
Design & Developed By: ECONOMIC NEWS