নিজস্ব প্রতিনিধিঃ ৭ই সেপ্টেম্বর ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে ঘোষিত হয়েছে ‘প্রেজেন্টেশন প্রো’ এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি।
‘প্রেজেন্টেশন প্রো’ একটি বিজনেস এবং স্কিল ডেভেলপমেন্ট ক্লাব, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যোগ্য করে গড়ে তুলতে সেশন, ওয়ার্কশপ এবং বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকে। ‘ল্যাগেসি কাপ’, ‘স্কিল আপ ২.০’, ‘প্রেজেন্টেশন হ্যাক’, ‘মায়েস্ট্রোস’, ‘প্রো পডকাস্ট’ এর মতো বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ইভেন্ট আয়োজন করে এসেছে এই ক্লাবটি।
চতুর্থ কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিয়া মোস্তফা, সহ-সভাপতি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের রায়হান শাহরিয়ার ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের জারিন তাসনিম ইয়াসিন।
‘প্রেজেন্টেশন প্রো’ এর ট্রাস্টি চেয়ারম্যান ট্রফি চাকমা বলেন, “সূচনালগ্ন থেকে প্রেজেন্টেশন প্রো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আসছে। আমরা আশাবাদী চতুর্থ কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে প্রেজেন্টেশন প্রো এই ধারা অব্যাহত রাখবে।”
প্রেজেন্টেশন প্রো এর তৃতীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইমরুল হাসান বলেন, “চতুর্থ কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে প্রেজেন্টেশন প্রো এর অগ্রযাত্রা আরও সুদূর প্রসারিত হবে বলে আমি আশাবাদী।”
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply