ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই মাস। এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে দর্শক-সমর্থকরা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রস্তুতির মাঝে জানা গেলো, দেশ থেকেই পাওয়া যাবে ভারত বিশ্বকাপের টিকিট।
এবারের ওয়ানডে বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। এমন সংবাদ পাওয়ার ফলে দুশ্চিন্তায় পরে যায় ক্রিকেট প্রেমিরা। বিশ্বকাপের টিকিট বিক্রি করছে ডিসকভার ট্যুর অ্যান্ড লজিস্টিকস। কাতার বিশ্বকাপের টিকিটও বিক্রি করেছিল তারা। টিকিট সংগ্রহের জন্য রয়েছে পাঁচটি ক্যাটাগরি। আর প্রতিটি টিকিটের দামের সঙ্গে যুক্ত হবে ভ্যাট ও ট্যাক্স।
টিকিট বিক্রির কোম্পানি ডিসকভার ট্যুর অ্যান্ড লজিস্টিকসের বিজনিজ ডেভেলপমেন্ট জানায়, বাংলাদেশের যেকোনো নাগরিক তাদের কাছ থেকে টিকিট বুকিং প্রেস করাতে পারবে। বুকিং প্রেস করানোর পরই তারা যোগাযোগ করবে। এরপর ক্রেতার কাছ থেকে পেমেন্ট বুঝে নেয়ার পর তা আইসিসি থেকে নিশ্চিত করে ক্রেতাকে টিকিট গ্রহণ করবে। এছাড়াও, কোম্পানিটির বিভিন্ন প্যাকেজ রয়েছে। আর যে দ্রুত টিকিট বুকিং করবেন, তার জন্য রয়েছে ১০ শতাংশ ছাড়।
টিকিট বিক্রির টাকা থেকে সরকারও রাজস্ব পাবে। কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি করে সরকারি কোষাগারে ৫১ লাখ টাকা দিয়েছিলো প্রতিষ্ঠানটি। প্রতিবেশী দেশ ভারতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায়, অনেক ক্রিকেটপ্রেমীরাই বিশ্বকাপ দেখতে যাবে বলে ধারণা করছে তারা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply