নিজস্ব প্রতিবেদকঃ ২ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য আমিনুর রসুল দুলাল (দুলাল চেয়ারম্যান) আজ ১২ জুলাই-২০২৩, মঙ্গলবার দুপুর ১২.৪৫ মিনিটে ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে …………………..রাজেউন )।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক বিবৃতিতে বলেন, আমিনুর রসুল দুলাল (দুলাল চেয়ারম্যান) ছিলেন একজন সৎ, নির্ভীক, নিষ্ঠবান ও পরোপকারী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আমরা একজন প্রতিশ্রুতিশীল রাজনৈতিক কর্মীকে হারালাম। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় গোপালপুর আলীহায়দার উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply