
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কবরী রোড এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ১১ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা, স্বাস্থ্য সনদ না থাকা, বাসি চিকেন ফ্রাই সংরক্ষণ এবং মেয়াদবিহীন দই বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় কবরী রোড এলাকার মেসার্স অহিদুল চটপটি হাউজ (ভাই ভাই ফুচকা হাউজের স্বত্বাধিকারী অহিদুল ইসলামকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, এসময় তিনি বলেন ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply