
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজির হাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের আসনটিকে একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজির হাটের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান সংকট দূর করতে ইসলামভিত্তিক ন্যায়নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
মুফতী সৈয়দ এসহাক বলেন, আমি ক্ষমতার রাজনীতি নয়, আমানতের রাজনীতি করতে চাই। জনগণের সমর্থনে সংসদে যেতে পারলে এই তিনটি এলাকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন থাকবো।
তিনি নৈতিক শিক্ষা জোরদার, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা নিশ্চিতকরণ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নদীভাঙন ও যোগাযোগ সমস্যার টেকসই সমাধান, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজির হাটের সর্বস্তরের জনগণের প্রতি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply