কৃত্রিম লেক তৈরি করে শাস্তি পাওয়ার ঘটনার রেশ না কাটতেই এবার নতুন বিতর্কে জড়ালেন নেইমার। নাইট ক্লাবে এক ব্যক্তির সঙ্গে মারামারি করেছেন ব্রাজিলিয়ান তারকা। ছুটিতে এ মুহূর্তে দেশে আছেন। রিও ডি জেনিরোর একটি নাইট ক্লাবে ঘটে এ মারারারি। বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন; কিন্তু পারেননি। পরে সব বেরিয়ে আসায় আবারো সমালোচনার মুখে পড়েছেন নেইমার।
বিতর্ক, ইনজুরি আর নেইমার যেন সমার্থক হয়ে গেছে। বিতর্ক ছাড়া ব্রাজিলিয়ান এ তারকা যেন একেবারেই বেমানান। মাঠে খেলার চেয়ে মাঠের বাইরে আলোচনায় থাকাই যেন অভ্যাস হয়ে গেছে তার। কদিন আগে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করে খবরের শিরোনাম হয়েছিলেন। এজন্য সমর্থকদের তোপের মুখেও পড়তে হয় তাকে।
সে খবরের রেশ না কাটতে পান আরও এক দুঃসংবাদ। পরিবেশ সুরক্ষা আইন ভেঙ্গে নিজেদের বাড়ি মানগারাতিবায় কৃত্রিম লেক তৈরির দায়ে তাকে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়। পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেন নেইমার। যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করে।
এমন ঘটনা এখনো সবার মুখে। এর মধ্যে বেরিয়ে এলো আরেক খবর। নাইটক্লাবে এক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ৩১ বছর বয়সী নেইমার গেল ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন। লিগ ওয়ানে লিরের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে যায় তার। মার্চে দোহায় অস্ত্রোপচারের পর থেকে এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। সুস্থ হতে নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন।
ছুটিতে এখন দেশে অবস্থান করার মধ্যেই জড়ালেন এমন অপকর্মে। রিও ডি জেনিরোর একটি নাইটক্লাবে রাতে বান্ধবীকে নিয়ে যান নেইমার। এ সময় এক ব্যক্তির সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। এ সময় কর্তৃপক্ষের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। শুরুতে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও, ঠিকই বেরিয়ে এসেছে থলের বিড়াল।
বিপুল অর্থে নেইমারকে ক্লাবে নিয়েও তার সুফল পায়নি পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের আক্ষেপ রয়েই গেছে প্যারিসের ক্লাবটির। অনেকদিন থেকেই তাকে ছেড়ে দিতে চাইছে পিএসজি। এ মৌসুমে নেইমারকে বিক্রি করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। জাতীয় দলেও ইনজুরির কারণে খুব একটা আলো ছড়াতে পারছেন না নেইমার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply