বিদেশের ৫ মিশনে একযোগে রাষ্ট্রদূত পদে রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশগুলো হলো: মিসর, ইথিওপিয়া, ইতালি, মালয়েশিয়া ও ভিয়েতনাম।
মিসরের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সামিনা নাজ। তিনি বর্তমান রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সেই সঙ্গে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামকে ইতালিতে বদলি করা হয়েছে। তিনি দেশটির বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হবেন। পাশাপাশি ইতালির বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে মালয়েশিয়ার দূতাবাসের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি দেশটির বর্তমান রাষ্ট্রদূত মো. গোলাম সরোয়ারের স্থলাভিষিক্ত হবেন।
এছাড়াও ভিয়েতনামের বর্তমান রাষ্ট্রদূত সামিনা নাজের স্থলে নিয়োগ পেয়েছেন কানাডার টরন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল মো. লুতফর রহমান। সেই সঙ্গে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সিকদার বদিরুজ্জামান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অণুবিভাগের ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply