শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

গোরে শহীদ ময়দানে দেশের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৮০ Time View

মাসব্যাপী সিয়াম সাধনার পর দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৯টায় ঐতিহাসিক ওই ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মোট ১৬৫টি কাতারে মুসল্লিরা নামাজ আদায় করেন। এখানে ইমামতি করেন ইমাম মাওলানা সামশুল হক কাশেমী। আর শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।

এদিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা শরিক হন।

গোরে শহীদ বড় ময়দানে নামাজ আদায় করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সুপ্রিম কোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পৌর মেয়র জাহাঙ্গীর আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এদিকে সাড়া ঈদগাহজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এখানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টা থেকে মুসল্লিরা মাঠের প্রবেশপথ দিয়ে আসতে থাকেন। মোট ১৯টি গেট মেটাল ডিটেক্টর দিয়ে শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করেন মুসল্লিরা। ছিল পর্যবেক্ষণ টাওয়ারও। ২৬টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয়। ১১০টি মাইক বসানো হয়। এ ছাড়া ইমাম সাহেবকে সহযোগিতা কারার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে দুই শতাধিক মুক্কাবির নিয়োজিত ছিলেন। ছিল স্বাস্থ্য ক্যাম্পও। অজু করতে যেন অসুবিধা না হয়, এ জন্য ২৫০টি অজুখানা এবং খাবার পানির ব্যবস্থা ছিল।

জামাতের ইমাম মাওলানা সামশুল হক কাশেমী বলেন, তিনি এ পর্যন্ত ২৬টি ঈদের জামাতে ইমামতি করেছেন। আজ তার ২৭তম জামাত। তবে গোরে শহীদ বড় ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতে ২০১৭ সাল থেকে ইমামমতি করে আসছেন তিনি। বিশাল এই জামাতে নামাজ আদায় করার মধ্যে মানসিক প্রশান্তিসহ ধর্মীয় ফজিলত রয়েছে। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

নামাজ শেষে আয়োজক কমিটির প্রধান জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করায় আমরা সবার কাছে কৃতজ্ঞ।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন,  ৫২ গম্বুজবিশিষ্ট নান্দনিক সৌন্দর্যমণ্ডিত গোরে শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের বিশাল জামাতে ৩ লাখের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে দেশের বৃহত্তম দৃষ্টিনন্দন ৫২ গম্বুজের বিশাল ঈদগাহ মিনার। ২২ একর  আয়তনের এই ময়দানে একসঙ্গে ৫ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মূলত ঈদগাহ ৫২ গম্বুজের ঈদগাহে ২ প্রান্তের মিনার ৬০ ফুট এবং মাঝখানের দুটি মিনার ৫০ ফুট উচ্চতা। ইমাম দাঁড়ানোর স্থান মেহেরাবের গম্বুজের উচ্চতা ৪৭ ফিট। এর সঙ্গে রয়েছে ৪৯টি গম্বুজ। ৫১৬ ফুট দৈর্ঘের ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনার সিরামিক ইটে নির্মিত এবং প্রতিটি গম্বুজ ও মিনারে নয়নাভিরাম লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS