বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

লাকি ভেন্যুতেও সবার ওপরে সাকিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

২০১৪ সালের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনো টি-টোয়েন্টি ম্যাচ হারেনি বাংলাদেশ। এ ভেন্যুতে স্বাগতিকদের সেরা পারফর্মার সাকিব আল হাসান। ‘লাকি স্টেডিয়ামে’ সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ রান ও উইকেটের মালিক টাইগার অধিনায়ক। সাগরিকায় বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান আয়ারল্যান্ডের বিপক্ষে আশাবাদী করছে সাকিব আল হাসানের দলকে।

বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের তরতাজা স্মৃতি নিয়ে আবারও টি-টোয়েন্টির ময়দানে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনটা শুরু হয়েছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামের ভেন্যুতে ইংলিশদের বিপক্ষে শুধু প্রথম টি-টোয়েন্টি খেললেও এবার পুরো সিরিজই সেখানে। যা নিয়ে স্বস্তিতেই থাকার কথা সাকিব বাহিনীর। বন্দর নগরীর ২২ গজে পরিসংখ্যান কথা বলছে পক্ষে।

জহুর আহমেদে খেলা ৭ টি-টোয়েন্টিতে জয়ের পাল্লা ভারি। সেখানে ৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স আরও ভালো। সবশেষ ৩ ম্যাচেই জয় স্বাগতিকদের। ২০১৪ সালে নেপালের বিপক্ষে ৮ উইকেটের জয়টা সবচেয়ে বড় জয়। বড় অঘটন একই বছর হংকংয়ের কাছে হার।

এই ভেন্যুতে ৭ ম্যাচের বেশিরভাগেই পরে ব্যাটিং করেছে বাংলাদেশ। আগে ব্যাট করেছে ২ ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে গড়া ১৭৫ রানের স্কোর এখানে টাইগারদের সর্বোচ্চ। আছে ১৬৬ রান করেও শ্রীলঙ্কার কাছে হারের তিক্ত অভিজ্ঞতা।

সাগরিকায় সাকিব আল হাসানের অভিজ্ঞতা অবশ্য দারুণ। সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটে-বলে বাংলাদেশের টপ পারফর্মার তিনিই। খেলেছেন ৭ ম্যাচেই। আছে ২২৩ রান। স্ট্রাইক রেট দেড়শ’র ওপরে। ১৪০’এর বেশি স্ট্রাইক রেট নিয়ে বর্তমান স্কোয়াডের নাজমুল হোসেন শান্তও আছে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায়।

বোলিংয়ে ৯ উইকেট নিয়ে শীর্ষে সাকিব। টাইগার দলপতির ইকোনমি ৬’এর নিচে। কারেন্ট স্কোয়াডের মধ্যে মোস্তাফিজও আছেন ওপরের দিকে। তবে প্রায় সাড়ে ৯ ইকোমনি রেটে  নামের প্রতি সুবিচার করতে পারেননি ফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে কাটার মাস্টারের ফর্মে ফেরার অপেক্ষায় থাকবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS