ঢালিউডের সিনেমায় অভিনেতার সারিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা শাকিব খান বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় তাকে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে না বলা অনেক কষ্টের কথাও বলতে শোনা গেছে এ অভিনেতাকে। শাকিব খান জানান, কথিত প্রযোজক রহমতউল্লাহর মিথ্যা ধর্ষণের অভিযোগের কারণে পারিবারিক ও সামাজিকভাবে অসম্মানিত হয়েছেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, অভিযুক্ত রহমতউল্লাহ তার সিনেমার প্রযোজক নন, এখন সবার কাছেই তা পরিষ্কার। এরপর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিব প্রশ্ন তোলেন, তার নামে অস্ট্রেলিয়ায় যে নারী কেলেঙ্কারীর অভিযোগ উঠেছে সে নারী এখন কোথায়?
সত্যি তিনি অপরাধ করলে অস্ট্রেলিয়ার কঠিন নিয়মনীতি থেকে নিজ দেশে ফিরে আসতে পারতেন না- এমনটাও দাবি করেন চিত্রনায়ক শাকিব।
শাকিব আরও বলেন, অস্ট্রেলিয়ার ওই মামলা ভিত্তিহীন। সে বিষয়ে অস্ট্রেলিয়ার পুলিশের স্টেটমেন্টই তার প্রমাণ। যেখানে নায়ক শাকিবকে দোষী নয়, নির্দোষ বলা হয়েছে।
‘মুখ বুঝে অন্যায় মেনে নেয়ার দিন শেষ। যেই অন্যায় করুক না কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। শুধু রুপালি জগতের পর্দায় অন্যায়ের প্রতিবাদ দেখালে হবে না, বাস্তবেও তা করে দেখাতে হবে। ন্যায় বিচার পাওয়ার জন্য সব তারকাদেরই প্রতিবাদ করা শিখতে হবে। তাহলেই মিলবে ন্যায়বিচার,’ বলেন শাকিব।
তবে ন্যায় বিচার মিললেও শুধু শুধু কথিত প্রযোজকের কারণে এই যে মানসিকভাবে তাকে হেনস্তা করা হলো, এতে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয় হয়েছেন। এ নিয়ে আক্ষেপও করতে দেখা গেছে এ অভিনেতাকে।
দীর্ঘ ৩৫ মিনিটের সাংবাদ সম্মেলনে শাকিব বলেন, পরিবার, স্ত্রী, সন্তানদের কাছে অস্বস্তিতে পড়ার অভিজ্ঞতা যন্ত্রণার। অথচ রহমতউল্লাহর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাই দেশ ছেড়ে এখন পালিয়েছেন কথিত নামধারী এ পরিচালক।
জনপ্রিয়তার শীর্ষে থাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট বা অপশক্তি তার পিছু লেগেছেন- সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন শাকিব। এ বিষয়ে তিনি বলেন, ‘অভিনেতার বাইরে আমিও একজন মানুষ। আমারও এ বিষয়গুলো খারাপ লাগে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply