যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দিল্লি-মস্কো বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এই মন্তব্য এলো। সংশ্লিষ্টরা বলছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত তোলা সবচেয়ে বড় অভিযোগ।
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, ‘ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ভারতের এই যুদ্ধ অর্থায়ন চালিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়।’
মার্কিন এই কর্মকর্তা বলেন, ‘লোকজন শুনে অবাক হবে যে, রাশিয়ান তেল কেনার দিক থেকে ভারত প্রায় চীনের সমকক্ষ। এটা অবিশ্বাস্য তথ্য।’
শনিবার ভারত সরকারের একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে নয়াদিল্লি।
গত ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া শান্তিচুক্তি না করলে যেসব দেশ রুশ তেল কিনবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply